প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাসঃ- অত্র এলাকার বিভিন্ন গ্রামের শিক্ষানুরাগীদের আন্তরিক প্রচেষ্টায় ও আর্থিক সহযোগিতায় মরহুম লাল মিয়া মাষ্টার, মরহুম জয়নাল আবেদীন, মরহুম ফয়েজ উদ্দিন সর্দার, মরহুম আবদুল হাকিম, মরহুম দৌলত আহাম্মদ, মরহুম আবদুল লতিফ মাষ্টার, মরহুম নেয়াজত খাঁ মাষ্টার, মরহুম জবেদ আলী মেম্বার, মরহুম হাজী সৈয়দ জামান, মরহুম আক্তারুজ্জামান, মরহুম নুরুজ্জামান, মরহুম ডাঃ বজলুর রহমান, মরহুম Redmore
সভাপতি মহোদয়ের বাণী
সভাপতির বাণী সু-শিক্ষাই জাতির মেরুদন্ড ও সু-শিক্ষার মাধ্যমেই সু-নাগরিক গড়ে উঠে শিক্ষা মানব আত্মাকে সতেজ করে এবং এক এক করে সুপ্ত মেধাকে বিকশিত করতে সহায়তা করে। আর এ লক্ষ্যে উজ্জীবিত হয়েই অত্র এলাকাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগ ও সহযোগিতায় ১৯৫০ইং সালে প্রতিষ্ঠিত হয় ইসলামী ও নৈতিক শিক্ষার বিদ্যাপীঠ ছয়গ্রাম আলিম মাদ্রাসা। সু-শিক্ষা প্রদানের দৃপ্ত প্রত্যয়ে Redmore
বাণী
অধ্যক্ষের শুভেচ্ছা বানী ’’পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।’’   কুমিল্লা জেলার গোমতী নদীর উত্তরে কুমিল্লা সালদা নদী সড়কের পার্শ্বে ছায়া ঘেরা সুনিবিড় পাখির কলতানে মুখরিত প্রাকৃতিক মনোরম পরিবেশে ঐতিহ্যবাহী ছয়গ্রাম আলিম মাদ্রাসাটি ১৯৫০ইং সালে অত্র এলাকার ০৬ (ছয়) টি গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সুধীজনের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। ১লা মার্চ ১৯৬০ইং সালে মাদ্রাসাটি Redmore
অনলাইন ক্লাশ